২৩ এপ্রিল, ২০২৩ ১৫:৪৯

শ্যালকের বিয়ে খাওয়া হলো না দুলাভাইয়ের

ভাঙ্গা প্রতিনিধি

শ্যালকের বিয়ে খাওয়া হলো না দুলাভাইয়ের

প্রতীকী ছবি

ঢাকা থেকে মোটরসাইকেলযোগে শ্যালকের (স্ত্রীর  ভাই) বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দেন জসিম মাতুব্বর (৩৬)। সেই বিয়ে খাওয়া আর তার ভাগ্যে হলো না। যাত্রাপথে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে মারা যান তিনি। 

রবিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

মৃত জসিম মাতব্বর একজন ব্যাবসায়ী। ঢাকায় তার একটি কাপড়ের দোকান রয়েছে। তিনি সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের ছোটকুল গ্রামের বাসিন্দা ইসলাম মাতব্বরের ছেলে। তার ছয় ও চার বছর বয়সী দুইটি কন্যা সন্তান রয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল নয়টার দিকে ঢাকা থেকে একটি মোটরসাইকেলে করে শ্যালকের বাড়িতে যাচ্ছিলেন জসিম মাতুব্বর। মোটরসাইকেলটিতে তিনি একাই ছিলেন এবং তার মাথায় হেলমেট ছিল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ে ধরে চালিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজের কাছে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের রেলিংয়ের সাথে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে জসিমের মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণেশ চন্দ্র পন্ডিত বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার। বুক, মাথা ও পেটে প্রচন্ড আঘাত ও প্রচুর রক্তক্ষরণে মারা যান তিনি।

চর নাসিরপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস মোল্লা বলেন, বুধবার (২৬ এপ্রিল) তার শ্যালকের বিয়ে। মূলত ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতেই তিনি ঢাকা থেকে আসছিলেন। 

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এসআই) আবদুল্লাহেল বাকী বলেন, মারা যাওয়া ওই ব্যাক্তির মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর