খুলনায় একটি পরিবহনের বাসের চাপায় মানছিক এলাহী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে মহানগরীর সাচিবুনিয়ার বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মহানগরীর সাচিবুনিয়ায় বিশ্বরোড মোড়ে বাইসাইকেল আরোহী মানছিক রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনাগামী ওই বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, সাচিবুনিয়ার বিশ্বরোডের মোড়ে খুলনাগামী একটি বাসের চাপায় ওই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ