২৪ এপ্রিল, ২০২৩ ১৫:২৮

সুনামগঞ্জে বজ্রপাতে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বজ্রপাতে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা

সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত ৬ কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এছাড়া পরিবারগুলোকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা কৃষক দল। সোমবার দুপুরে ছাতক উপজেলার দেবেরগাঁও, চরদুলভ ও পড়কাপন গ্রামে বজ্রপাতে মৃত কৃষকদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে সহায়তা তুলে দেন জেলা বিএনপি ও কৃষক দলের নেতারা।

পরে দোয়ারাবাজার ও তাহিরপুরে নিহত তিন জন কৃষকের পরিবারকেও একই সহায়তা দেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানায় জেলা বিএনপি।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কলিম আহমদ উদ্দিন মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষকদের আহবায়ক আনিসুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক নমু, জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দন, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর