রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪নং গার্ডারের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিম লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার নূরুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে তিস্তা সেতুর ৪নং গার্ডারের নিচে তিস্তা নদীর পানিতে যুবকের লাশটি ভাসতে দেখেন পাঞ্জরভাঙ্গা গ্রামের নৌকার মাঝি রশিদুল ইসলাম। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী বলেন, নিহতের পরিবার জানান, আব্দুর রহিম ঈদের নামাজ শেষে বাড়িতে খাওয়া-দাওয়া করে তিস্তা সেতু এলাকায় বেড়াতে আসেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর করেও আব্দুর রহিমকে না পেয়ে তার সন্ধান পেতে বিভিন্ন যানবাহন ও দর্শনীয় স্থানে পোস্টার লাগানো হয়।পরে সোমবার বিকেল ৩টায় থানা থেকে ফোন পেয়ে আব্দুর রহিমের লাশ শনাক্ত করেছে তার পরিবার। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, যুবকের লাশ উদ্ধারের পর তার মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক