২৪ এপ্রিল, ২০২৩ ২২:২৫

ফুলপুরে ক্লিনিক ম্যানেজারকে জরিমানা, কর্মচারীর জেল

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে ক্লিনিক ম্যানেজারকে জরিমানা, কর্মচারীর জেল

ময়মনসিংহের ফুলপুরে সেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ফরিদ আহমাদকে ৫০ হাজার টাকা জরিমানা ও কর্মচারী মফিদুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৪ এপ্রিল) বেলা ৩ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জেল ও জরিমানা প্রদান করা হয়। 

জানা যায়, একজন রোগী সেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে গেলে ডাক্তার ব্যতিত ম্যানেজার ফরিদ নিজেই রোগীকে টেস্ট করাতে বলেন। পরে রোগী টেস্ট করান। এরপর টেস্টের রিপোর্ট দেওয়ার সময় সেখানে প্যাথলজি বিভাগের ডাক্তার না থাকলেও কর্মচারী মফিদুল ইসলাম প্যাথলজি বিভাগের ডাক্তার সেজে ডাক্তারের সাইন নকল করে রোগীকে রিপোর্ট দেন। ভ্রাম্যমাণ আদালতে গিয়ে সেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দুইজনের বিরুদ্ধে এ অপরাধ ধরা পড়ে ও তারা অপরাধ স্বীকার করলে ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং কর্মচারী মফিদুল ইসলামকে ১৫ দিনের সাজা দেওয়া হয়। এসময় স্থানীয় লোকজন, ফুলপুর থানার এসআই কবিরসহ পুলিশের একটি টিম ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর