চাঁপাইনবাবগঞ্জে ফাহিম (১৭) হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহার নামীয় আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া কাজীপাড়া গ্রামের সনু মিয়ার ছেলে রহিদ বাবু ওরফে সাব্বির (২০) ও একই এলাকার শাহিন শেখের ছেলে রাকিব আলী ওরফে রাজন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে বারঘরিয়া ও মহারাজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ফাহিম হত্যা ঘটনায় তার পিতা মহিদুল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত রবিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার মহানন্দা সেতু সংলগ্ন বারঘরিয়া এলাকায় ফুচকা খেতে চেয়ারে বসাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহাদ মারা যায় এবং তার বন্ধু ইমন গুরুতর আহত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত