সিলেট নগরীতে ইয়াবার চালানসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুলাল আহমদ নামের ওই যুবককে আদালতে হাজির করে বিচারকের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার রাত ১০টার দিকে নগরীর উপশহর জি ব্লক থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
আটক দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ (৩১) সিলেট মহানগরীর জালালাবাদ থানার টুকেরবাজার পূর্বদশা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, উপশহর জি ব্লকে ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুলাল মিয়াকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া পুলিশকে জানায়, সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে সে ইয়াবা পাইকারি দামে কিনে এনে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করছিল। এ ঘটনায় হযরত শাহ পরাণ (রহ.) থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস।
বিডি প্রতিদিন/নাজমুল