চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মিলন ওরফে বেলাল ইসলাম, নিতাই চৌধুরী, সাজু ইসলাম, মো. রানা ওরফে ছোট রানা ও নূর আলম ওরফে আলম। এরা সকলেই জাহার নামীয় আসামি এবং ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।
এসময় তিনি বলেন, সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে হত্যকাণ্ডে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল ও দুটি রক্তমাখা হাতুরি উদ্ধার করা হয়।
এদিকে, গত রবিবার রাতে গ্রেফতারকৃত অপর পাঁচ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আজ শুনানি শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডকৃত আসামিরা হলেন জেম হত্যায় সরাসরি অংশ নেয়া জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে রানা, মো. ইব্রাহিম ওরফে হাবা, শামীম রেজা ও মিলন হোসেন।
এর আগে এই মামলায় সন্দেহভাজন তিন জনসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/বাজিত