২৫ এপ্রিল, ২০২৩ ১৭:৫৯

কর্ণফুলী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

কর্ণফুলী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে শিকলবাহা খালের ব্লকপাড়া নৌ-ঘাট এলাকা থেকে দুইজনকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতরা হলো, শিকলবাহা এলাকার রমজান আলী ও রেজওয়ান আহমদ হৃদয়। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।

সদরঘাট থানা নৌ-পুলিশের ওসি একরাম উল্লাহ বলেন, সোমবার রাত আড়াইটার দিকে ১০ জনের একটি ডাকাত দল নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর