মানিকগঞ্জে ছয় মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সিংগাইর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ধল্লা এলাকার সোনা মিয়ার ছেলে শরিফ ওরফে সোহেল মিয়া (৩০), একই উপজেলার কাফাটিয়া এলাকার শুকুর আলীর ছেলে সোহেল রানা (২৯), পাঞ্জনখাড়া এলাকার মৃত জিগীর আলীর ছেলে স্বপন হোসেন (৩২), জয়রা মধ্যপাড়ার আব্দুল লতিফের ছেলে মো. সোলাইমান হোসেন (২৩) এবং সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার খালেক দেওয়ানের ছেলে সোহাগ দেওয়ান (৩৭) ও ইদ্রিস শেখের ছেলে মিলন শেখ (২৬)।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের ভিত্তিতে জেলার সদর উপজেলার জয়ড়া ও কাফাটিয়া এলাকা এবং সিংগাইরের গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১৫শ’ টাকা, ৪৫ গ্রাম হেরোইন ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারধীন রয়েছে। এছাড়াও সদর ও সিংগাইর থানায় নতুন করে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করেছেন।বিডি-প্রতিদিন/শফিক