২৬ এপ্রিল, ২০২৩ ১৯:১৩

মহেশপুরে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইনজামুল হোসেন (২২) নামের একজন নিহত হয়েছেন। বুধবার বিকালে জিন্নানগর-সামান্তা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক উপজেলার নেপা ইউনিয়নের বাউলি গ্রামের আলী হামজার ছেলে।

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাইসাইকেল চালক ইসমাইল হোসেনের (৩০) অবস্থা এখনও শংকামুক্ত নয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে জিন্নানগর বাজারে কাজ শেষ করে ৩ জন মোটরমসাইকেল যোগে সামান্তা বাজারে যাচ্ছিল। আর বাইসাইকেল চালক সামান্তা বাজার থেকে নিজ বাড়ি কাজিরবেড় ইউনিয়ন মাতলারয়াইট গ্রামে ফিরছিল। দ্রুতগামী মোটসাইকলেটি জিন্নানগর-সামান্তা সড়কের মাঠের মধ্যে পৌঁছানো মাত্রই বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইনজামুল হোসেন মারা যান। ওই সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর ছিটকিয়ে পড়ে দুইজনের হাত ভেঙ্গে আহত হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর