শিরোনাম
২৬ এপ্রিল, ২০২৩ ২১:৫১

ভান্ডারিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ৮ দিন পরে আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে জাতীয় পার্টি (মঞ্জু-জেপি)।  এ মামলায় আসামি করা হয়েছে তেলিখালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ দলীয় ৩৫ নেতাকর্মীকে।

এ মামলাকে  ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে আজ বুধবার মানববন্ধন করেছেন ৫ নং ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বুধবার বিকেল ৫টায় উপজেলা ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ধাওয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মৃধা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গণঅনশনে বসা হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর