মাগুরায় একটি কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিক রোস্তম মল্লিক (৫৫) আহত হয়েছেন। তার বাড়ি মাগুরা শহরের পারলা গ্রামে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী কেয়া মল্লিক (৪৫) ও কলেজ পড়ুয়া মেয়ে লামিয়া মল্লিক (১৭)।
মঙ্গলবার রাত ১০টায় শহরের সরকারি কলেজ মসজিদ সড়কে রোস্তম মল্লিকের ওপর হামলা চালানো হয়। এ সময় ঠেকাতে গিয়ে তার স্ত্রী ও মেয়ে আহত হন। তাদেরকে মঙ্গলবার রাতে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল পরে ওই রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি নেয়া হয়। পরে সেখানে চিকিৎসা শেষে আজ বুধবার ঢাকার নিজ বাসায় ফিরে যান তারা। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে আজ বুধবার সদর থানায় মামলা করেছেন রোস্তম মল্লিকের ছোট ভাই টোকন মল্লিক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক আজকের সংবাদ পত্রিকায় সম্প্রতি কিছু রাজনৈতিক প্রতিবদন প্রকাশ ও স্ট্যাটাস দেয়ায় তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন রোস্তম মল্লিক।রোস্তম মল্লিক জানান, তিনি ঢাকায় একটি পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা করেন। সম্প্রতি ঈদুল ফিতরের ছুটিতে তিনি মাগুরায় বেড়াতে আসেন। মঙ্গলবার সন্ধ্যার পর শহরের সরকারি কলেজ মসজিদের পাশে একটি রেস্টুরেন্টে স্থানীয় কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১০টার দিকে ওই অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সাথে নিয়ে রেস্টুরেন্ট থেকে নিচে নামলে ১০ থেকে ১৫ জনের একটি কিশোর গ্যাং হকিস্টিক, বাঁশের লাঠি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়। এসময় হামলা ঠেকাতে গিয়ে আহত হন তার স্ত্রী কেয়া মল্লিক ও তার কন্যা লামিয়া মল্লিক। ঘটনার পর তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ছাড়পত্র নিয়ে ঢাকায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হন। পরে আজ বুধবার ঢাকার নিজ বাসায় ফিরে যান।
রোস্তম মল্লিক জানান, আঘাতে তার মাথায় দু’জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে । এছাড়া হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এসময় ঠেকাতে গিয়ে তার মেয়ের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে গিয়েছে। এছাড়া স্ত্রী কেয়া মল্লিক পিঠে আঘাতপ্রাপ্ত হন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জব্বারুল ইসলাম বলেন, হামলার ঘটনায় রোস্তম মল্লিকের ছোট ভাই টোকন মল্লিক বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ৭ জনকে গ্রেফতার ক’রে আজ বুধবার আদালতে সোপর্দের পর মাগুরা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ