২৭ এপ্রিল, ২০২৩ ১৫:৫৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

রাজবাড়ী প্রতিনিধি

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ, ৩টি ছোরা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের সরকারি বঙ্গবন্ধু কলেজের খেলার মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল পাংশা উপজেলার খামারডাঙ্গী গ্রামের ছাত্তারের ছেলে সালমান শাহ (২৯), বিল জোনা গ্রামের মৃত কালিপদ সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৫২), সুবর্ণখোলা গ্রামের আকমল খানের ছেলে কাজল খান (৩৬)।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ৮-৯ জন ডাকাত শরিষা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে সালমান শাহ, কৃষ্ণ ও কাজলকে আটক করা হয়। ডাকাতির দলে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে ।
 
বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর