‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’প্রতিপাদ্য নিয়ে মাগুরায় শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টায় জেলা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ার্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শহিদুল্লাহ দেওয়ান, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদ হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, সিনিয়র সহকারী জজ রুমানা রোজী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ফরিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, অ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকে শাখারুল ইসলাম শাকিল, অ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলি।মেলায় ৫টি স্টলে সরকারি খরচে আইনি পরামর্শ, আইনগত সহায়তা, আইনি তথ্য এবং বিকল্প বিরোধ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/কালাম