শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে বিজয় সাংমা (৫২) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাত জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের স্টীপেন মারাকের ছেলে।
ঘটনার সময় বিজয় হাতির দল থেকে পাকা ধান রক্ষা করার জন্য একদল কৃষক পাহারা দিচ্ছিল। হঠাৎ হাতির দল আক্রমণ করে বিজয়কে গুরুতর আহত করে। আহত কৃষককে শেরপুর জেলা হাসপাতালে আনা হলে রাতেই বিজয় মারা যায়। নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ