২৮ এপ্রিল, ২০২৩ ১৮:২৭

সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পরে শওকত সরকার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর বিনানই নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামছুল হক জানান, মঙ্গলবার সকালে ওই যুবক তার ভাই ও ভাতিজার সাথে যমুনা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে নৌকায় বাড়ি ফেরার পথে শওকত নদীতে পড়ে ডুবে নিখোঁজ হয়। পরে তিন দিন পর আজ দুপুরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর