২৮ এপ্রিল, ২০২৩ ১৯:৪৩

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় আওয়ামী লীগ : এমরান সালেহ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় আওয়ামী লীগ : এমরান সালেহ

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শোচনীয় পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। তারা আবারও ভোটার ও বিরোধীদল বিহীন ভোট চুরির প্রহসন করতে চায়। 

শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া বাজারে ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স। 

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি নির্বাচনে ভয় পায় না। একথা প্রমাণিত সত্য যে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ, নিরপেক্ষ হয় না এবং ভোট চুরি করে গণ রায় ছিনতাই করা হয়। সে কারণে শুধু বিএনপি নয়, জনগণও আওয়ামী সরকারের অধীনে প্রহসনের নির্বাচন বয়কট করে। আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, দমন, নিপীড়ন করে জনগণের জীবনকে দুর্বিসহ করে তুলেছে, সেজন্য নিরপেক্ষ নির্বাচনে তারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোট কারচুপি এবং জনদুর্ভোগের 
বিরুদ্ধে দেশে যেমন জনগণ সোচ্চার হয়েছে, তেমনি বিদেশেও সকলে সোচ্চার। এবার তাদের ক্ষমতা ছাড়তে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার পাশাপাশি জনগণকেও প্রস্তত করার আহ্বান জানান।

এ সময় বদরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, মোতালেব হোসেন, মফিজ উদ্দিন, আলী আজম খান দিপু, কেন্দ্রীয় জাসাস নেতা দিদার মন্ডল, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুবদল নেতা মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোশাররফ হোসেন, আবুল বশর, মওলানা রুহুল আমিন, রফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, খোকন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর