সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে বৈশাখী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টার সময় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথা সময়ে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তাই দেরিতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হলো। আশা করি এ মেলা সাতক্ষীরাবাসীর হৃদয় জয় করবে। মেলায় ১০০টি স্টল পসরা সাজিয়ে বসেছে। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ।
বিডি প্রতিদিন/এএম