সমুদ্রে নিষিদ্ধ, পরিত্যক্ত ও হারানো জাল প্রতিরোধ, প্রতিকার ও প্রশমনের লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার আয়োজন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর চেয়ারম্যান ড. মো. সাজেদুল হক। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন প্রধান ড. শফিকুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা, কক্সবাজার সদর, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের গবেষক এবং কক্সবাজারের দরিয়ানগর ও সমিতিপাড়া অঞ্চলের জেলে সম্প্রদায়। কর্মশালাটি পরিচালনা, মূল প্রবন্দ ও গবেষণা ফলাফল উপস্থাপন করেন প্রফেসর ড. মো: সাজেদুল হক।
বিডি প্রতিদিন/হিমেল