মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- শহরের পৌর কলেজপাড়ার মাহাবুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২২) ও ফুলবাগান পাড়ার মহসিন আলীর ছেলে নাজমুল সাদাত শুভ (২৭)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা তেরঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যাবসার সাথে জড়িত। তাদেরকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম