কক্সবাজারের টেকনাফে নুরুল আবছার (২২) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহতাবস্থায় বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল আবছার উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর লেঙ্গুরবিল এলাকার শামসুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিলের নিজের বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে মারাত্মক আহতাবস্থায় ফেলে যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব বলেন, ভোররাত চারটার দিকে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার গলায় রশির দাগের পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়া পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কালাম