শিরোনাম
৩০ এপ্রিল, ২০২৩ ১৯:২৪

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের ফুলপুর পরিদর্শন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের ফুলপুর পরিদর্শন

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস ফুলপুর পরিদর্শন করেছেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে এই প্রথম তিনি ফুলপুর পরিদর্শন করেন। ফুলপুরে এসে তিনি এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন কমপ্লেক্স ও ফুলপুর থানাসহ বিভিন্ন অফিস ও প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এরপর বেলা ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এক মতবিনিময় সভায় যোগদান করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

এর আগে বিভাগীয় কমিশনার ফুলপুরে এসে পৌঁছলে ফুলপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, সদর ভূমি অফিস ও ফুলপুর থানাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুস্তাফিজার রহমান, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর পৌরসভার  মেয়র মি. শশধর সেন, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুল প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর