৩ মে, ২০২৩ ১৩:২৬

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পার্বতীপুরে ট্রাকের চাপায় ভ্যানে থাকা একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জন খালু-ভাগ্নে সম্পর্কের। বুধবার সকালে সড়ক পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) এবং একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। 

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ভ্যানে তারা দুজন ভবানীপুরের দিকে যাচ্ছিলেন। বুধবার সকাল প্রায় পৌনে ৭টার দিকে ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাক পার্বতীপুরের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই খালু আবুল কালাম ও ভাগ্নে আশরাফুল হকের মৃত্যু হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকগণ ওই দু’জনকে মৃত ঘোষনা করেন। 

তারা একত্রে ভাঙ্গারির মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করতেন বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় ট্রাক চালক রিয়াজুল ইসলামকে পুলিশ আটক করে। আটককৃত চালক রিয়াজুল ইসলাম দিনাজপুর সদরের মির্জাপুর ৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। হেলপার পলাতক রয়েছে বলে জানা যায়। 

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর