মাদারীপুরে শুরু হয়েছে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণদে, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকা, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন প্রমূখ। এ সময় তারা নিজেদের সদস্যপদ নবায়ন করেন।
আওয়ামী লীগের পক্ষ দলের জেলা কার্যালয় থেকে উপজেলা ও ইউনিয়ন নেতাদের দলের সদস্য সংগ্রহ ও নবায়নের বই সংগ্রহ করার কথা বলা হয়েছে।মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন