নদীতে নেমে নিখোঁজ হয়েছেন ভ্যান চালক আবু হানিফ (৩৫)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মোংলা-ঘোষিয়াখালী বঙ্গবন্ধু চ্যানেলের বাগেরহাটের রামপালের বগুড়া পয়েন্টে নিখোঁজ হন।
এ ঘটনার পর শুক্রবার সকাল থেকে পুলিশসহ রামপাল ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ হানিফের সন্ধান মেলেনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ওড়াবুনিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে আবু হানিফ নদীতে ঝাঁপ দেন। এরপর লোকজন তাকে নদী থেকে উঠে আসতে চিৎকার করে। তবে একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। শুক্রবার ভোরে রামপাল থানা ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশসহ রামপাল ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নিখোঁজ হানিফকে উদ্ধারে অভিযান শুরু করে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ হানিফের সন্ধান মেলেনি। তবে, কি কারণে রাত ৩টায় আবু হানিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. গোলাম সরোয়ার জানান, নদীতে ঝাঁপ দিয়ে ভ্যান চালক নিখোঁজের খবর পেয়ে শুক্রবার ভোর থেকে রামপাল ফায়ার স্টেশনের সদস্যসহ খুলনার ডুবুরি দল নদী থেকে হানিফকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। জীবিত বা মরদেহ না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখবো।
বিডি প্রতিদিন/নাজমুল