খাগড়াছড়িতে পাহাড় কাটার অপরাধে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সদর উপজেলার শালবনের মোহাম্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পাহাড় কর্তনের অপরাধে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা দেওয়া হয়।
নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী ভূমি কমিশনার মো. এরফান উদ্দীন পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।বিডি প্রতিদিন/এমআই