৬ মে, ২০২৩ ২১:৪৫

বরিশালে ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ইয়াবাসহ দুইজন আটক

বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ ২ জনকে পুলিশ আটক করেছে। শনিবার ভোর ৫টার দিকে বিএমপির গোয়েন্দা বিভাগের সদস্যরা এই অভিযান পরিচালনা করে। 

আটককৃতরা হলো- ঝালকাঠীর রাজাপুরের মঠবাড়ি গ্রামের নাঈম হাওলাদার ওরফে খইয়াম (৩০) এবং একউ জেলা সদরের কিস্তাকাঠী এলাকার মুরাদ হাওলাদার (২৯)। এ সময় তাদের সহযোগী রাজাপুরের লিটন মুন্সি পালিয়ে যায়। 

এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর