ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে শারিকুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও “আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার”টিকে সিলগালা করা হয়েছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বেসরকারি হাসপাতাল ‘আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শামছুজ্জামান আসিফ।
আটককৃত শারিকুল ইসলাম রাজীব বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ও এমডি করা ইন্টারনাল মেডিসিন ডিএম নিউরো সুপার স্পেশালিস্ট এবং জেনারেল মেডিসিন ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ বলে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।জানা যায়, বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের একটি দল শহরের বাসট্যান্ড এলাকায় ‘আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে' অভিযান পরিচালনা করেন। এসময় নিজেকে দাবি করা শরিকুল ইসলমের কাগজপত্র জাযাই-বাছাই করা হলে সেগুলো ভুয়া প্রমাণিত হয়। এসময় তার ভারতীয় পার্সপোর্ট জব্দ করা হয় সেই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও “আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” টিকে সিলগালা করা হয়েছে।
ঠাকুরগাঁও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া এই ডাক্তারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম