৭ মে, ২০২৩ ১৮:৫৬

কুমিল্লায় গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

কুমিল্লায় বাস থেকে গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার আটক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রবিবার সকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই আবু সেলিম রেজা চান্দিনা থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী বাসে তল্লাশি করে। বাসের সিট নম্বর এইচ-১ ও এইচ-২ আসনের যাত্রী আব্দুল কাইয়ুম (৩৫) ও মোঃ চাঁন মিয়ার (৫২) কাছে থাকা একটি নীল রংয়ের ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  মূল্য অনুমান আশি হাজার টাকা। এসময় দুই আসামিকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে চান্দিনা থানায় মামলা হয়েছে।

হাইওয়ে পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর