৮ মে, ২০২৩ ১২:৫৪

লামায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

বান্দরবান প্রতিনিধি

লামায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারি চাক কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকতার হোসেন (৩৮)।

লামা থানার উপ পরিদর্শক নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, জমির পাকা ধান কেটে বাড়ির উঠানে রেখে রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন আকতার হোসেন। গভীর রাতে বন্য হাতির দলের উপস্থিতি টের পেয়ে ধান রক্ষার জন্য চেষ্টা করতে গেলে একটি বন্য হাতি পা দিয়ে তাকে থেতলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিতে ধান পাকলে এ এলাকায় বন্য হাতির উৎপাত বাড়ে। তারা জমির পাকা ধান খেয়ে নষ্ট করে। এ কারণে এলাকাবাসীকে রাত জেগে পাহারা দিতে হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর