ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর আবু উবায়দা ইসলাম রাফি নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোষবাড়ি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘোষবাড়ি গ্রামের আবু রায়হানের ছেলে আবু সাইদকে (১৬) আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কেন হত্যা করা হয়েছে এবং এর সাথে কে কে জড়িত তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, নিহত রাফি সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী ঘোষবাড়ি বাজারের কাছে ভেকু দিয়ে মাটি কাটা দেখতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও রাফির সন্ধান পায়নি। এ ঘটনায় ওইদিনই থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
তিনি জানান, মঙ্গলবার সকালে ঘোষবাড়ি বাজারের পাশে একটি ডোবার পাড়ে ওই শিশুর পায়ের জুতা দেখতে পায় স্বজনরা। এক পর্যায়ে ডোবায় কচুরিপানার নিচে ওই শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এএম