ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে ইমতিয়াজ হোসেন(১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত ইমতিয়াজ উপজেলার মাটিলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে ও যাদবপুর ডিগ্রী কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার দুপুরে যাদবপুর-মহেশপুর সড়কের আয়ুব আলীর বাড়ির সামনে এঘটনা ঘটে।
জানা গেছে, দ্রুতগতিতে বেলা ১২টার দিকে যাদবপুর বাজার থেকে ইমতিয়াজ মোটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিল। ওই সময় সামনে থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় রাস্তার উপর ছিটকিয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার শামীম উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম