শব্দ দূষণের দায়ে কিশোরগঞ্জে ৮টি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডাউকিয়া কাটাবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লংঘনের দায়ে ৮টি যানবাহনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়। আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী সহযোগিতা করে।
এ সময় শব্দ দূষণ রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম