ফরিদপুরের নগরকান্দায় ইতি আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইতি আক্তার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া গ্রামের তাইজদ্দিন শেখের মেয়ে এবং স্থানীয় শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান,মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ইতি আক্তারকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে কিশোরীর মৃত্যুর কারণ এখনও জানা সম্ভব হয়নি।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আছাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থল থেকে ইতি আক্তারের লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম