গোপালগঞ্জে সরকারের উন্নয়ন, অর্জন, সাফল্য সম্পর্কে অবহিতকরণ এবং সামাজিক সমস্যা যথা মাদক, যৌতুক, বাল্যবিবাহ, গুজব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা সভা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) মোঃ মামুন খান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত ) মোঃ মতিউর রহমান ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ শেখ মনজুর আলী।
গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, রঘুনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান স্রজ কান্তি বিশ্বাস খোকনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুর রহিম নুরুন্নবী।
বিডি প্রতিদিন/এএ