দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চলমান অভিযানে বরগুনার তালতলীতে বুড়ীশ্বর নদীতে জাটকা শিকার করায় তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয় ভ্রাম্যমাণ আদালতে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মজিবর গাজি (৩২), মো. সোলাইমান (২৫) ও মো. ছিদাম (৫০)। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জানা যায়, বুড়ীশ্বর নদীতে সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় জাটকা শিকার করায় তিনজন জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ৩৯ টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারী জালের পাশাপাশি জাটকা জব্দ করা হয়।
এসব জালের আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় মৎস্য বিভাগ। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয় ও জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
বিডি প্রতিদিন/এএম