আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার হেমায়েতপুরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে হেমায়েতপুরের বাঙাবাড়ি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- চরবাঙ্গাবাড়িয়া গ্রামের হাবু সরদার (৫০), মামুন হোসেন (৩০), সেলিম মণ্ডল (৪০), হামিম হোসেন (১২), সবিরুল শেখ (৪০) ও ইসহাক প্রামাণিক (৪৫)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেমায়েতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরেই হেমায়েতপুর ইউনিয়নের বাঙাবাড়ি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজু মন্ডল ও সাধারণ সম্পাদক আনিস সরদারের মধ্যে আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা চলে আসছিল। সোমবার সংশ্লিষ্ট ইউনিয়নের তিনটি ওয়ার্ড নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এক বর্ধিত সভার আয়োজন করেন। সেই সভায় সভাপতি ও সম্পাদকের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে রাতেই তাদের মধ্যে উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। তবে রাতের ঘটনায় কেউ হতাহত না হলেও মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম