গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সরোয়ার ফকির (৮০) নামে আহত এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নিহত বৃদ্ধের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, উপজেলার গনিয়াড়ী গ্রামের সিহাম, মোরাদ ও রুহুলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন তাদের উপর হামলা করে মারধর এবং বাড়িঘর ভাঙচুর করে।
পরে তিনি ৯৯৯ এ কল দিলে মুকসুদপুর থানার এসআই মো. মোসলেম উদ্দীন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত বৃদ্ধ সরোয়ার ফকিরসহ আরও দুইজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সরোয়ার ফকির মারা যান।
মুকসুদপুর থানার এসআই মো. মোসলেম উদ্দীন জানান, সোমবার রাতে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার ফকির মারা যান। পরে এলাকায় অভিযান পরিচালনা করে এ ঘটনার মূল হোতা শাহাবুদ্দীন কাজী, মনির শেখ ও সাকিব শেখকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গনীয়াড়ী গ্রামে মারামারি সংঘটিত হয়। উক্ত ঘটনায় ভিকটিম থানায় একটি মামলা করে। ঘটনার সাথে জড়িত তিনজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই