ঝিনাইদহে ফের শুরু হয়েছে তীব্র রোদ আর ভ্যাপসা গরম। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কয়েকদিন ধরেই সকাল গড়িয়ে দুপুর হলেই প্রখর রোদ আর গরমে হাঁসফাঁস দশা হয়ে ফের ঘরে ফিরছে মানুষেরা।
রোদের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। একটু স্বস্তি পেতে গাছের ছায়া বা ছায়া শীতল স্থানে বসছেন অনেকে। বাইরে বের হলেও বেশির ভাগ মানুষ চলছেন ছাতা মাথায় দিয়ে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গার আবহাওয়া বিদ জামিনুর রহমান জানান, গত ৬ তারিখ থেকে তাপমাত্রা বাড়া শুরু হয়েছে। গতকাল বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.১ ডিগ্রী ও সন্ধ্যা ৬টায় ৪২.২ ডিগ্রী সেলসিয়াস। বুধবার দুপুর ১২টায় তাপমাত্র রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। আজও একই রকম বলে মনে হচ্ছে। চলবে আরো ১দিন। তবে ১২ তারিখ থেকে কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম