বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন জাতের ব্রি ধান ১০১-এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চরবয়রা গ্রামের নসরু মোল্লার জমিতে উৎপাদিত ধান কেটে মাড়াই করে এই ফসল কর্তন ও মাঠ দিবস করা হয়।
চরবয়রা গ্রামের মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ ফসল কর্তন ও মাঠ দিবসের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আবদুল কাদের সরদার।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সায়েন্টিফিক অফিসার সৃজন চন্দ্র দাস, মো. খালিদ হাসান তারেক, গোবরা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা পার্বতী বৈরাগী, কৃষক নসরু মোল্লাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নসরু মোল্লার জমিতে উৎপাদিত ধান কেটে মাড়াই করে দেখা গেছে ব্রি ১০১ জাতের ধান হেক্টরে ৭.৫৬ টন ফলন দিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই