সুস্থ জীবনের জন্য বনায়ন খুবই জরুরি। উপকূলীয় জনপদের বেড়িবাঁধসহ প্রতিটি এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ফলজ, বনজ, ঔষধিসহ ৫ সহস্রাধিক বৃক্ষ রোপণের উদ্যোগ সকলকে বৃক্ষ রোপনে অনুপ্রাণিত করবে।
জাতীয় সংসদের সংরক্ষিত আসন-৩১৫ এর সংসদ সদস্য সুলতানা নাদিরা বুধবার পাথরঘাটার কালমেঘা বেড়িবাঁধ টুলু পয়েন্টে এবং কালমেঘা মাধ্যমিক বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচিতে এই মন্তব্য করেন।
কর্মসূচিতে প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সভাপতি ড. খলিলুর রহমান, উপদেষ্টা মোশতাক আহমেদ, জেলা সমন্বয়ক হাসানুর রহমান ঝন্টু, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আডভোকেট জাবির, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, শহীদুল ইসলাম, বন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল