রংপুরের কাউনিয়া উপজেলায় ভাতিজার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন (৪৫) উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে। সোমবার বিকেলে রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে গ্রেফতার ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ বসতবাড়ির পাশে জমিতে ভুট্টার পাতা তুলতে গেলে ফারুক হোসেন তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে ফারুক পালিয়ে যায়। ওই রাতেই গৃহবধূ কাউনিয়া ধানায় মামলা করেন। ওই গৃহবধূ সম্পর্কে ফারুকের ভাতিজার স্ত্রী।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, আসামিকে গ্রেফতার করে অদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম