কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক করোনাকালে
মৃত্যুবরণকারী আক্তারুজ্জামান মজুমদারের “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক শহীদুল আলম পাটোয়ারী। সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মনোয়ারা আক্তার। সভা পরিচালনা করেন ইউনুফ আলী চৌধুরী। সভায় বক্তব্য রাখেন শওকত হোসেন কানন চেয়ারম্যান, প্রবীণ শিক্ষক রমনী কুমার মজুমদার, প্রফেসর সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল, সোনালী ব্যাংকের জি.এম.বাবু স্বপন কুমার বিশ্বাস এবং অধ্যাপক খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ।
বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে স্মৃতিচারণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত