বগুড়ায় এসএসসি পরীক্ষার্থী সাহিদ হোসেনকে (১৭) ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হওয়া শাওন সরকার শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ার আবু সাঈদ সরকারের ছেলে।
ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মজিবর রহমান জানান, বেশ কিছু দিন আগে আলোর মেলা হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সাহিদের সাথে তুচ্ছ ঘটনায় শাওনের সাথে কথাকাটি হয়েছিল। সেই ঘটনার রেশ ধরে গত ৫ মে বিকেলে শহরের কালিতলা ভান্ডারী মেগাসিটির ভিতরে সাহিদকে ছুরিকাঘাত করে শাওন। পরে এ ঘটনায় সাহিদের বাবা আতাহার আলী শাওনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে বুধবার ভোরে বার্মিজ চাকুসহ শাওনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাওনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম