কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে বীরগঞ্জ পুলিশ। আটক কিশোরীর বাবা লক্ষন চন্দ্র রায়কে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জে নিজপাড়া ইউপি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই কিশোরীর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মা বাদী হয়ে বীরগঞ্জ থানায় এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই কিশোরী স্থানীয় এক স্কুলে পড়ে। স্বামীর কাছে মেয়েকে রেখে কিশোরীর মা নীলফামারী জেলার দারোয়ানি ইপিজেডে কাজ করতে যাই। গত ৪ মে রাতে বাবা তার কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। পরদিন সকালে মেয়ে ঘটনাটি মোবাইল ফোনে মাকে জানায়। মা বিষয়টি মোবাইল ফোনে জানলে বাড়ি আসে। তখন স্বামী পলাতক ছিলেন।
ওই কিশোরীর মা সাংবাদিকদের বলেন, উপায় না পেয়ে আমার বাবার সহযোগিতা চাই। তারা এসে মঙ্গলবার আমাকে ও মেয়েকে থানায় নিয়ে আসেন। এরপর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, অভিযোগের পরই ওই কিশোরীর বাবাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই মামলা হয়। কিশোরীর বাবাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএ