বাগেরহাটের চিতলমারী উপজেলার দূর্গাপুরে মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেল চাপায় জিহাদ শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বাগেরহাট-চিতলমারী সড়কের এই দুর্ঘটনার পর চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহত জিহাদ চিতলমারীর শিবপুর গ্রামের বেলায়েত শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাট চিতলমারী সড়কের দূর্গাপুর গ্রামে কালচাঁনের দোকানের সামনে মোটরসাইকেল পথচারি জিহাদ শেখকে চাপা দিয়ে বাইকটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত জিহাদকে চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে লোকজনের ভিড়ের মধ্যে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে।
বিডি প্রতিদিন/এএ