১১ মে, ২০২৩ ১৬:০৩

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো দু'টি মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো দু'টি মৃত ডলফিন

কুয়াকাটা সৈকতে আবারো দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। এ দুটি ডলফিনের দৈর্ঘ্য প্রায় ৮ ও প্রস্থ ৩ ফুট। অধিকাংশ শরীর পঁচে গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ঝাউবন সংলগ্ন সৈকতে ডলফিন দুটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন বিভাগকে খবর দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে মৃত ডলফিন দুটিকে পরে থাকতে দেখে। তাদের ধারণা জেলেদের জালে আটকা পড়ে কিংবা ট্রলিং জাহাজের সাথে ধাক্কা খেয়ে মারা যেতে পারে। পরবর্তীতে এ দুটি জোয়ারের সময় তীরে ভেসে এসেছে। তবে ঠিক কিভাবে এ ডলফিন দুটি মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার জন্য বলা হয়েছে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ, ইউএসআইডি ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গত বছর ২২ টি মৃত ডলফিন সৈকতে ভেসে এসেছে। এ বছর এ দুটি নিয়ে মোট ৪ টি মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে আসে। দুটি ডলফিনের মধ্যে একটি ইরাবতী প্রজাতির। দুর্গন্ধ না ছড়ায় এজন্য ব্লুগার্ডের সদস্যদের মৃত ডলফিন দুটিকে মাটি চাপা দিতে বলা হয়েছে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর