পটুয়াখালীর দুমকিতে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অসাধুপায় অবলম্বন ও নকলে সহায়তার দায়ে চার শিক্ষক ও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রসচিব অধ্যক্ষ মাওলানা কাজী শাহজালাল জানান, বৃহস্পতিবার উপজেলার দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১নং কেন্দ্রের ৫নং কক্ষে হাদিস বিষয়ের পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে শান্তা আক্তার নামে এক পরীক্ষার্থী ও নকলে সহায়তার দায়ে রূবি আক্তার ও উম্মে কুলসুম নামে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
একই দিন পাঙ্গাশিয়ার ২নং কেন্দ্রে একই অপরাধের দায়ে মো. আরিফ হোসেন নামে দাখিল পরীক্ষার্থী, মো. আমিনুল ইসলাম ও মাসুদ মোল্লা নামের দুই কক্ষপরিদর্শকে বহিষ্কার করা হয়েছে। পাংগাশিয়া ২নং কেন্দ্রসচিব আবুল কাহার সিদ্দকী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল