১২ মে, ২০২৩ ১৯:২০

জমি নিয়ে বিরোধের জেরে একজন খুন

নড়াইল প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে একজন খুন

প্রতীকী ছবি

নড়াইলের নড়াগাতীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আমিনুল ইসলাম (৩০) নামে এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। শুক্রবার সকালে জেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের তেলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহমান খাকী ওরফে সোনা মিয়া খাকির ছেলে। সে পার্শ্ববতী চাঁদের চর বাজারের পল্লী চিকিৎসক হিসাবে কাজ করতেন। ঘটনার পর থেকে গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে তেলীডাঙ্গা গ্রামের গফ্ফার শেখ পক্ষ ও আহাদুর খাকী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে সম্প্রতি নিহত আমিনুর ইসলামের চাচার সঙ্গে জমাজমি নিয়ে প্রতিপক্ষ গ্রুপের বিরোধ নতুনমাত্রা যোগ করে। এরই ধারাবাহিকতায় গত রমজান মাসে খাকী পক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে আমিনুল ইসলামসহ একদল দুর্বৃত্ত প্রতিপক্ষ গ্রুপের নেতা গফ্ফার শেখের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এ নিয়ে গত ৫ মে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিরোধপূর্ণ বিষয় নিয়ে সালিশ মীমাংসা হলেও কোন সুরাহা হয়নি। 

নিহত আমিনুলের ভাতিজা নাদিম খাকী জানান, পূর্বের বিরোধের জেরে গফ্ফার শেখের নেতৃত্বে জামাল গাজী, আজমল শেখ, রিয়াজ শেখ ও ইমরুলের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দুই হাত-পা ভেঙে দেয়। তার চিৎকারে স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মাউলি ইউনিয়নে চেয়ারম্যান রোজী হক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম নামের পল্লী চিকিৎসক খুন হয়েছে। এ নিয়ে আমি নিজেও কয়েকবার গ্রাম্য সালিশ মীমাংসা করলেও তারা মানেনি। এরই জের ধরে প্রতিপক্ষ গফ্ফার শেখ গ্রুপের লোকজন আমিনুল ইসলামের ওপর অতর্কিত হামলা করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়। 

এ প্রসঙ্গে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। সহিংস ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর